/anm-bengali/media/media_files/PNwWmyCPuilH802COgSQ.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : স্কুলের ছাদের চাঙর ভেঙে গুরুতর আহত দুই স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সার্কেলের ইন্দা প্রাইমারি স্কুলে। স্কুলে পরীক্ষা চলাকালীন হঠাৎ করে ছাদের চাঙর ভেঙে পড়ে তৃতীয় শ্রেণীর স্কুলের দুই ছাত্র ছাত্রীর মাথায়। আহত দুই ছাত্রছাত্রীকে খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
স্কুলের শিক্ষক দীপ্তিনাথ আচার্য জানিয়েছেন, ''আজ পরীক্ষা চলছিল পরীক্ষা চলাকালীন উপর থেকে ছাদের চাঙর ভেঙে পড়ে দুটো বাচ্চা গুরুতর ভাবে আহত হয়েছে। একটি বাচ্চার মাথায় স্টিচ পড়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। স্কুলের ভগ্ন দশা, ছাদ ভেঙে পড়া বা স্কুলের পরিকাঠামোর জন্য আমরা বহু জায়গায় জানিয়েছি। এর আগেও ছাদের চাঙর ভেঙ্গে পড়েছিল। তখন আমরা খড়গপুর সার্কেলের এসআই, এসডিও, পশ্চিম মেদিনীপুরের ডিআই সহ বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। এবং স্কুলের পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে জানায় সমাধানের জন্য। প্রায় পাঁচ থেকে ছয় বছর হল কিন্তু স্কুলের কোন উন্নয়ন হয়নি। সেই জন্য আজকে এই দুর্ঘটনা।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us