বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! নাম জড়ালো নিঘা কোলিয়ারির

নিঘা কোলিয়ারির এক আধিকারিক অজিত কুমার মজুমদার বলেন, ''ওই ছেলেটির মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক কিন্তু এই ঘটনার সাথে কোলিয়ারির কোনো সম্পর্ক নেই। ''

author-image
Pallabi Sanyal
New Update
ecl.

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

হরি ঘোষ, আসানসোল : বৃহস্পতিবার সকালে আসানসোল ১২ নম্বর ওয়ার্ডের ভাটাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের  ভাটাপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে আসে। যেখানে কুন্দন মাহাতো নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।  নিঘা কোলিয়ারি এলাকায় যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে একটি ইসিএলের দেওয়াল রয়েছে। দেওয়ালের কাছেই আছে একটি বৈদ্যুতিক খুঁটি। বলা হচ্ছে, ইমলি ধাওদার বিস্তীর্ণ এলাকার লোকজন ওই খুঁটি থেকে হুক লাগিয়ে বিদ্যুতের সংযোগ নিয়েছেন, সম্ভবত আজ সকালে কোনো কারণে ৩টি ছেলে ওই দেওয়ালের কাছে গিয়ে খেলছিল, সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  কুন্দন মাহাতো নামে একজনের মৃত্যু হয় বলে খবর । এই বিষয়ে কাউন্সিলর প্রতিনিধি ভোলা পাসওয়ান জানান, ''আজ সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয় ।'' তিনি বলেন, ''সত্যিই এই ঘটনা খুবই মর্মান্তিক ও দুঃখের ।''  স্থানীয় লোকজন জানিয়েছেন, কয়েকদিন আগে একটি গরুও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল ঠিক একই ভাবে। এ ব্যাপারে নিঘা কোলিয়ারির এক আধিকারিক অজিত কুমার মজুমদার বলেন, ''ওই ছেলেটির মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক কিন্তু এই ঘটনার সাথে কোলিয়ারির কোনো সম্পর্ক নেই। কারণ ইসিএলের এলাকায় কিভাবে অবৈধভাবে দখল করে এমনকি বিদ্যুৎ চুরিও হয় তা সবারই জানা।অবৈধ দখলদারদের দখল মুক্ত করতে গেলে ইসিএল প্রশাসনকে বিরোধিতার মুখে পড়তে হয়। '' যদিও তিনি বলেছেন যে ঘটনাটি দুঃখজনক, এবং ইসিএল ম্যানেজমেন্ট এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করতে কঠোর পদক্ষেপ নেবে।