New Update
/anm-bengali/media/media_files/2025/07/14/whatsapp-image-2025-07-14-2025-07-14-16-09-25.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: বন্যার জলে ডিঙিতে চড়িয়ে নিয়ে আসা হচ্ছে মৃতদেহ। মৃতদেহ দাহ করার চরম হয়রানির ছবি প্লাবিত ঘাটালে।
ঘাটাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুকচন্দ্রপুর এলাকার বাসিন্দা গোপাল শাসমলের (৮২) শারীরিক অসুস্থতার জন্য মৃত্যু হয় বাড়িতে। এলাকা ডুবে রয়েছে বন্যার জলে। মৃতদেহ দাহ করবে কোথায় তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। শেষমেশ ডিঙিতে চড়িয়ে মৃতদেহ নিয়ে আসা হয় ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আড়গোড়া এলাকায়। আড়গোড়া এলাকায় যে শ্মশান তৈরি করা হয়েছে তা বন্যার জন্য অনেক উঁচু করে তৈরি করা হয়েছে। তাই শ্মশানের চতুর্দিকে জল থাকলেও শ্মশান জেগে রয়েছে আর সেই শ্মশানে হচ্ছে এখন মৃতদেহ দাহ করার কাজ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/14/whatsapp-image-2025-07-14-2025-07-14-16-09-41.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us