বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ! ভেতরে ঢুকতেই চক্ষু ছানাবড়া

কি ঘটল ভেতরে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-01 at 8.11.04 PM

নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলি চুঁচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকাজুড়ে। শুক্রবার পৌরসভার নিকাশি সংস্কারের কাজ চলাকালীন পৌরকর্মীরা দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান। এরপরই সবাই বাড়িটির দিকে এগোতেই সন্দেহ আরও বাড়ে। বাড়ির জানালায় উঁকি মেরে দেখা যায়, ভিতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধিরা দ্রুত পুলিশে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম শিবু দেবনাথ (৬৮)। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই একা থাকতেন। চার বছর আগে স্ত্রী ও সন্তান অন্যত্র চলে যাওয়ার পর থেকেই তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। কিছুদিন আগেও তাকে এলাকায় দেখা গেলেও গত কয়েক দিন ধরে হদিশ মিলছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা জানান, “সকালেই এলাকাবাসী খবর দেন যে একটি বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে। ঘটনাস্থলে গিয়ে প্রথমে পুলিশে খবর দিই। পরে জানতে পারি মৃত ব্যক্তি আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন। পুলিশ জানালা ভেঙে ভিতরে ঢুকে তাঁর দেহ উদ্ধার করে"। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

dead