মাঝরাস্তায় পড়ে রয়েছে বাঘের মৃতদেহ! কী হয়েছে জানলে শিউরে উঠবেন

বাঁকুড়ায় রাস্তার ধারে বাঘের দেহ উদ্ধার। বনদফতরের অনুমান গাড়ির ধাক্কায় মৃত্যু। তদন্ত শুরু, এলাকায় চাঞ্চল্য। বিস্তারিত পড়ুন।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-10-31 at 2.14.22 PM


নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাকাদহ রেঞ্জের পচাডহরা গ্রামের কাছে মিলল এক বাঘের (লেপার্ড) দেহ। বৃহস্পতিবার রাতে গ্রামবাসীরা বাঁকাদহ–জয়রামবাটি রাস্তার ধারে বাঘটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর যায় বনদফতরে। রাতেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত বাঘটিকে উদ্ধার করেন ও ডিভিশনাল অফিসে নিয়ে যান।

WhatsApp Image 2025-10-31 at 12.25.24 PM

বনদফতরের প্রাথমিক অনুমান, কোনও ছোট গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এমনভাবে রাস্তার ধারে বাঘের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বনাঞ্চলের পাশ দিয়ে যাতায়াত করা পথের নিরাপত্তা ও প্রাণীদের চলাচল নিয়ে নতুন করে আলোচনায় সাধারণ মানুষ।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে রাতে জঙ্গলের পাশে দ্রুতগতির ছোট গাড়ির চলাচল বেড়েছে। বন্যপ্রাণ রক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রাস্তার ওপর নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।