New Update
/anm-bengali/media/media_files/2024/10/22/jjMNTGN22mfLcePSEpBy.jpg)
নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ দাসপুর -১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেম - ২০২৪ এ জ্যাভলিন থ্রো ইভেন্টে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করার জন্য দাসপুর-১ ব্লকের সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুদীপ বিষইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হল।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মিলুসহ ওই ব্লকের ছাত্রের সভাপতি শুভঙ্কর মন্ডল। সুদীপ বিষই এই সম্মান পেয়ে আপ্লুত।
/anm-bengali/media/media_files/IDr7qHH9jW6HANFJT3iu.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us