/anm-bengali/media/media_files/2025/11/17/whatsapp-i-2025-11-17-22-32-45.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সাত সকালে দাসপুরে ব্যাপক চাঞ্চল্য। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ ব্লকের জোতভগবান হাইস্কুলের দেওয়ালে এবং আশপাশের এলাকায় একের পর এক পোস্টার দেখা মিলতেই শুরু হয় জোর গুঞ্জন। পোস্টারে বড় হরফে লেখা—“কমার্স বিভাগের শিক্ষক দিয়ে গণিত পড়ানো যাবে না। ইতি—অভিভাবক অভিভাবিকা বৃন্দ।”
মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রথম পোস্টারটি চোখে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে বিস্ময় এবং ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া। মুহূর্তে বিষয়টি পৌঁছে যায় স্কুল চত্বরেও। কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার লাগাল, তা নিয়ে শুরু হয় জল্পনা।
ঘটনা সামনে আসতেই জোতভগবান হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মেয়েতি জানান, স্কুলে বর্তমানে গণিতের কোনও স্থায়ী শিক্ষক নেই। ফলে পড়ুয়াদের পঠনপাঠন যাতে ব্যাহত না হয়, সেই কারণেই এলাকার এক কমার্স বিভাগের ছাত্রকে দিয়ে অস্থায়ীভাবে গণিত ক্লাস করানো হচ্ছে। তাঁর দাবি, বিষয়টি বহুবার পর্ষদকে জানানো হলেও এখনো শিক্ষক নিয়োগ হয়নি। তাই বাধ্য হয়েই এই ব্যবস্থা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/17/whatsapp-image-20-2025-11-17-18-05-09.jpeg)
তিনি আরও জানান, পোস্টার লাগানো নতুন ঘটনা নয়। এর আগেও কয়েকবার স্কুলের দেয়াল এবং আশপাশে এ ধরনের পোস্টার পাওয়া গেছে। কিন্তু কারা এগুলি করছে তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান প্রধান শিক্ষক।
এদিকে, সকাল থেকে পোস্টার দেখে কৌতূহলী জনতার ভিড় বাড়তে থাকে। স্থানীয়দের একাংশ মনে করছেন, শিক্ষক সংকট দূর না হলে এমন সমস্যা বারবারই মাথাচাড়া দিয়ে উঠবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us