/anm-bengali/media/media_files/2025/02/19/Y58JssPzZcok0zbP62Ej.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কাকদ্বীপে জোড়া খুনের চাঞ্চল্যকর মামলার তদন্তভার থেকে অব্যাহতি পেলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর সেই আবেদন গৃহীত হয়েছে বলেই জানা যাচ্ছে।
এই মামলার তদন্তে চারজনের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছিল। দময়ন্তী সেন ছিলেন এই টিমের প্রধান। তবে এখন তিনি আর তদন্তের দায়িত্বে থাকছেন না। SIT-এর নেতৃত্বে কে আসবেন, তা আদালত পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
/anm-bengali/media/media_files/2025/02/19/ibmOY4HpiF4fLKyLaAtX.jpg)
কি হয়েছিল কাকদ্বীপে?
২০১৮ সালের ১৪ মে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। অভিযোগ ছিল, ঘরে আগুন লাগিয়ে তাঁদের পুড়িয়ে খুন করা হয়েছে।
এই ঘটনার তদন্তের জন্য ২০২৩ সালের জানুয়ারিতে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ SIT গঠনের নির্দেশ দেয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল দময়ন্তী সেনকে। তবে দীর্ঘ তদন্তের পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতের কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us