বন্ধ স্কুলের ভেতর চলছে দুগ্ধ সমিতি ও ডেকোরেটরের ব্যবসা!

প্রতিবাদ জানাল মানুষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-03 at 3.18.31 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সরকারি স্কুল যা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেটাকেই ভাড়া দেওয়া হয়েছে ব্যবসার কাজে। কেন ভাড়া দেওয়া হয়েছে? কে ভাড়া দিয়েছে সরকারি স্কুলকে? এমনই দাবি জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দিল আদিবাসী সংগঠন। 

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের সরবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েত এলাকার। স্কুল বন্ধ থাকলেও সেখানে চলছে দুগ্ধ সমিতি ও ডেকোরেটরের ব্যবসা। আদিবাসী নেতাদের দাবি, অবিলম্বে স্কুলকে চালু করতে হবে। আদিবাসী অধ্যুষিত এলাকার বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করবে কিন্তু এরকম ব্যবসা চললে তারা কোথায় যাবে? প্রশাসন যেন কড়া ভাবে পদক্ষেপ নেয়। এছাড়াও একাধিক দাবি নিয়ে সোমবার ডেপুটেশন জমা দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে। যদিও প্রধানের দাবি, "স্কুল ভাড়া দেওয়া হয়নি। কেউ যদি অভিযোগ করে খতিয়ে দেখব। সঠিক হলে ব্যবস্থা নেওয়া হবে"।

n

schoolvara