/anm-bengali/media/media_files/2025/08/11/whatsapp-2025-08-11-17-23-33.jpeg)
নিজস্ব সংবাদদাতা: শ্রাবণ মাসের শেষ সোমবারে কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে উপচে পড়ল ভক্তদের ভিড়। রবিবার সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী নদী গঙ্গা থেকে গঙ্গাজল নিয়ে ভক্তরা শিবলিঙ্গের মাথায় জল ঢালতে আসেন। নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণগঞ্জ পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার জুড়ে ছিল শুধুই শিবভক্তদের মিছিল। কেউ টেবল সাজিয়ে, কেউ নানা রঙের ঘট সাজিয়ে নবদ্বীপ থেকে জল ভরে কৃষ্ণগঞ্জের পথে রওনা দেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/11/whatsapp-ima-2025-08-11-17-23-53.jpeg)
শ্রাবণ মাসের প্রতি সোমবারেই ভিড় হয়, তবে শেষ সোমবারে সেই ভিড় যেন সব রেকর্ড ছাড়িয়ে গেল। পুরো রাস্তাজুড়ে ছিল কড়া পুলিশি নজরদারি। পাশাপাশি, বহু স্বেচ্ছাসেবী সংস্থা ভক্তদের জন্য জল ও প্রসাদের ব্যবস্থা করেছিল।
বিশ্বাস করা হয়, শিবনিবাসের শিবলিঙ্গ অত্যন্ত জাগ্রত এবং এখানে জল ঢাললে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। তাই ৮ থেকে ৮০ বছরের মানুষ—সকলেই এই পূণ্যকাজে অংশ নেন। রবিবার রাত ১২টা থেকে শুরু হয়েছে জল ঢালার অনুষ্ঠান, যা চলবে সোমবার সারাদিন। লাখো ভক্ত লাইন দিয়ে শিবের মাথায় গঙ্গাজল ঢালতে ব্যস্ত ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us