New Update
/anm-bengali/media/media_files/2025/05/18/CPwrxW032yMA8x8KxDgK.png)
নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়্গপুর ২ ব্লকের বাটিটাকী গ্রামে পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক সনাতন বেরার উদ্যোগে সিতি বাটিটাকী সার্ব্বজনীন শ্রী শ্রী করুণাময়ী শ্মশান কালী মাতার পুজো চললো রাতভর। পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা।
/anm-bengali/media/post_attachments/90a5ce8f-ced.png)
প্রত্যেকদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, খড়্গপুর ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৃষিত মাইতি সহ অন্যান্যরা। মন্দিরে পুজো দিতে ভক্তদের লম্বা লাইন পড়েছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us