/anm-bengali/media/media_files/2025/08/18/whatsapp-image-2025-08-18-2025-08-18-18-41-57.jpeg)
নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: নন্দীগ্রামের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন ঘিরে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। অভিযোগ, সিপিআইএমকে মনোনয়ন জমা করতে দিল না তৃণমূল। হকিস্টিক দিয়ে বেধড়ক মারধরও নাকি করা হয় সিপিআইএম- এর নেতা-কর্মীদের। মারধরের জেরে হাত ভাঙল সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়ার। তাকে ইতিমধ্যেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও একাধিক নেতা-কর্মী গুরুতর জখম হয়েছেন।
আজ গুমগর হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচনের মনোনয়ন জমা করার দিন ছিল। এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। সিপিআইএম নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়া জানিয়েছেন যে তারা মনোনয়ন জমা করতে এলে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী নাকি তাদের ওপর হামলা চালায়। মেরে তার হাত ভেঙে দেওয়া হয়, এমনকি অনেকেই জখম হয়েছেন। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। নন্দীগ্রাম ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, "সিপিআইএম শূন্য থেকে মহাশূন্যে অবস্থান করছে। রাজনৈতিক টিআরপি বাড়ানোর জন্যই মিডিয়ার কাছে মিথ্যে অভিযোগ করছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/eRhmn15jWosOHEi9feqC.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us