নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দুর্গাপুরে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় এবার বেশকিছু তথ্য সামনে আনলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার (CP) সুনীল কুমার চৌধুরী। তিনি দাবি করেছেন যে,এই গণধর্ষণের ঘটনার সাথে জড়িত সমস্ত অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি।
আজ তিনি বলেন,''দুর্গাপুরে দু'দিন আগে গণধর্ষণের একটি ঘটনা ঘটেছিল। এরপর আমরা খুবই দ্রুত তদন্ত শুরু করেছি এবং ঘটনার সময় ওইস্থানে উপস্থিত থাকা সমস্ত অভিযুক্তকেই গ্রেপ্তার করেছি।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000061383.jpg)
এরপর তিনি আরও বলেন,''আমি ওই নির্যাতিতা মেয়ের পরিবারকে শুধু বলতে চাই, দুর্গাপুর পুলিশ সবসময় তাদের পাশে আছে। আমরা নির্যাতিতার সুরক্ষার জন্য সেখানে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন করেছি। আমরা নিশ্চিত করব যাতে এই অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্তরা সর্বোচ্চ শাস্তি পায়।"
দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে সব অভিযুক্ত ! অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাস দিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী
কি জানালেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ?
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দুর্গাপুরে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় এবার বেশকিছু তথ্য সামনে আনলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার (CP) সুনীল কুমার চৌধুরী। তিনি দাবি করেছেন যে,এই গণধর্ষণের ঘটনার সাথে জড়িত সমস্ত অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি।
আজ তিনি বলেন,''দুর্গাপুরে দু'দিন আগে গণধর্ষণের একটি ঘটনা ঘটেছিল। এরপর আমরা খুবই দ্রুত তদন্ত শুরু করেছি এবং ঘটনার সময় ওইস্থানে উপস্থিত থাকা সমস্ত অভিযুক্তকেই গ্রেপ্তার করেছি।"
এরপর তিনি আরও বলেন,''আমি ওই নির্যাতিতা মেয়ের পরিবারকে শুধু বলতে চাই, দুর্গাপুর পুলিশ সবসময় তাদের পাশে আছে। আমরা নির্যাতিতার সুরক্ষার জন্য সেখানে পর্যাপ্ত পরিমান পুলিশ মোতায়েন করেছি। আমরা নিশ্চিত করব যাতে এই অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্তরা সর্বোচ্চ শাস্তি পায়।"