এ কোন বাংলা! আবর্জনার পাশেই চলছে মা ও শিশুর পুষ্টির জন্য রান্না

সরকারের তরফে মা ও শিশুর পুষ্টির জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আইসিডিএস সেন্টারের রান্নার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আবর্জনার পাশেই মা ও শিশুর জন্য রান্না হয় বলে অভিযোগ উঠেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
jhargram garbage.jpg

নিজস্ব সংবাদদাতা: আইসিডিএস সেন্টার থাকলেও নেই কোন ক্লাস রুম,নেই রান্না ঘর। খোলা আকাশের তলায় একটি অস্থায়ী ছাউনিতে চলছে মা ও শিশুর জন্য পুষ্টিকর খাবারের রান্না। ঘটনায় ক্রমেই ক্ষোভের পারদ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। দীর্ঘ কয়েক বছর ধরে এই ভাবে চলে আসছে আইসিডিএস সেন্টারটি। ১৬০ জন মা ও শিশুর পুষ্টির ঠিকানা আরতি মাহাতোর বাড়ির পাশে চালা করা এই ছাউনি। কিন্তু এই ছাউনি দেখলে চোখ কপালে উঠবে। চারিপাশে আবর্জনা। তারমধ্যেই  হাঁস, মুরগি, পোকা মাকড় ঘোরা ফেরা করছে। এ যেন জীবানুদের আঁতুরঘর। রাজ্যে যে ভাবে প্রতিনিয়ত খাবারে কোথাও সাপ আবার কোথাও টিকটিকি পাওয়া যাচ্ছে, তাতে দুশ্চিন্তায় গ্রামের সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি।  প্রশাসন চায় না আইসিডিএস কেন্দ্রের কোনও স্থায়ী ঠিকানা হোক। অধিকাংশ গ্রামবাসী তাদের শিশু ও মায়েদের এই কেন্দ্রে একপ্রকার বাধ্য হয়েই পাঠান। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, সরকার থেকে পুষ্টির জন্যে ব্যবস্থা করা হয়েছে। সেখানে পরিষ্কার পরিচ্ছনতার অভাব তো রয়েছেই। পাশাপাশি খাবারের মান এত খারাপ যে মুখে তোলা যায় না।