“পুলিশে ভরসা নেই, ঘরে রাখুন অস্ত্র”—বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি বিধায়কের বিস্ফোরক মন্তব্য। চাকরিচ্যুতদের উপর লাঠিচারির প্রতিবাদে উত্তাল সোনামুখী।

author-image
Debapriya Sarkar
New Update
Dibakar

নিজস্ব সংবাদদাতা : সোনামুখীতে ফের উত্তেজনা! চাকরি ফেরতের দাবিতে আন্দোলনকারী চাকরিহারা প্রার্থীদের উপর পুলিশের লাঠিচারির অভিযোগ উঠল। আর এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সোনামুখী থানার সামনে বিক্ষোভে নামল বিজেপি। সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কিত মন্তব্য করলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী। তিনি বলেন, "পুলিশে ভরসা নেই, আইন মেনেই ঘরে রাখুন অস্ত্র রাখুন।" তাঁর এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

Ssc

চাকরিচ্যুতদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গেলে পুলিশ তাঁদের ওপর অতর্কিতে লাঠি চালায়। একাধিক চাকরিপ্রার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাকরিপ্রার্থীদের কণ্ঠরোধ করতে চাইছে। ঘটনার প্রতিবাদে সোনামুখী থানার সামনে বিজেপির তরফে আয়োজিত হয় প্রতিবাদ কর্মসূচি। সেখানে বক্তব্য রাখতে গিয়েই বিধায়ক দিবাকর ঘরামি রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।তৃণমূলের তরফে অবশ্য বিধায়কের বক্তব্যকে "উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন" বলে কটাক্ষ করা হয়েছে।

Ssc

ঘটনার তদন্ত দাবি করে উত্তাল রাজনীতির ময়দান। এখন দেখার, এই বিতর্কিত মন্তব্যের পর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।