নিজস্ব সংবাদদাতা : সামনেই পঞ্চায়েত নির্বাচন। চলছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। এরই মাঝে বেফাঁস মন্তব্য করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড় বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক শওকত মোল্লা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির এক মন্তব্যের প্রেক্ষিতেই তাকে পাগল বলে কটাক্ষ করলেন তিনি।
প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলির একে ওপরের প্রতি বিরোধিতা, বিতর্কিত মন্তব্য নতুন নয়। তবে, ভাঙড়ে যেন নওশাদ-সওকতের বাক যুদ্ধ থামছেই না। সম্প্রতি আইএসএফের বিধায়ক দাবি করেছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস নাকি কিনতে চায়। আর এই মন্তব্যের পাল্টা শওকতের জবাব,"তৃণমূল ছাগল কিনবে কিন্তু কোনও পাগলকে কোনোদিন কিনবে না।" নওশাদের বিরুদ্ধে পাবলিসিটি বাড়ানোর অভিযোগ করে তৃণমূল নেতা আরো বলেন, ''নওশাদ দাবি করেছেন যে তাকে নাকি মোটা টাকাও অফার করা হয়। মন্ত্রীত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তৃণমূলের এত অভাব হয়নি যে চার পয়সার নকুলদানাকে কিনতে হবে।''
নওশাদকে নিয়ে বিতর্কিত মন্তব্য! কে করলেন?
রাজনৈতিক দলগুলির একে ওপরের প্রতি বিরোধিতা, বিতর্কিত মন্তব্য নতুন নয়। তবে, ভাঙড়ে যেন নওশাদ-সওকতের বাক যুদ্ধ থামছেই না।
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : সামনেই পঞ্চায়েত নির্বাচন। চলছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। এরই মাঝে বেফাঁস মন্তব্য করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড় বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক শওকত মোল্লা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির এক মন্তব্যের প্রেক্ষিতেই তাকে পাগল বলে কটাক্ষ করলেন তিনি।
প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলির একে ওপরের প্রতি বিরোধিতা, বিতর্কিত মন্তব্য নতুন নয়। তবে, ভাঙড়ে যেন নওশাদ-সওকতের বাক যুদ্ধ থামছেই না। সম্প্রতি আইএসএফের বিধায়ক দাবি করেছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস নাকি কিনতে চায়। আর এই মন্তব্যের পাল্টা শওকতের জবাব,"তৃণমূল ছাগল কিনবে কিন্তু কোনও পাগলকে কোনোদিন কিনবে না।" নওশাদের বিরুদ্ধে পাবলিসিটি বাড়ানোর অভিযোগ করে তৃণমূল নেতা আরো বলেন, ''নওশাদ দাবি করেছেন যে তাকে নাকি মোটা টাকাও অফার করা হয়। মন্ত্রীত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তৃণমূলের এত অভাব হয়নি যে চার পয়সার নকুলদানাকে কিনতে হবে।''