/anm-bengali/media/media_files/2025/12/03/whatsapp-image-2025-12-03-2025-12-03-14-54-26.jpeg)
নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির বৈদ্যবাটী পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের আদর্শ নগর এলাকায় আবাস যোজনার ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঞ্চল্য। সরকারি প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলেও মাঝপথে থেমে রয়েছে ঘর তৈরির কাজ। অভিযোগের তির স্থানীয় ঠিকাদারের বিরুদ্ধে।
উপভোক্তা নানু চক্রবর্তী জানান, আবাস যোজনার তিন দফায় মোট তিন লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্টে আসে। এরমধ্যে দুই লক্ষ তেষট্টি হাজার টাকা তিনি ধাপে ধাপে দেন ঠিকাদার সন্দীপ মিশ্রা ওরফে সনুকে, যিনি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিযোগ, সামান্য কিছু কাজ করার পরই উধাও হয়ে যান ঠিকাদার। টাকা নেওয়ার রসিদস্বরূপ খাতায় সইও করে গেছেন বলে দাবি উপভোক্তার। ২০২২ সালে শুরু হওয়া নির্মাণের তৃতীয় কিস্তির টাকাও গেছে উপভোক্তার অ্যাকাউন্টে, তবুও তৈরী হয়নি তাঁর আবাস যোজনার ঘর। চারপাশে জঙ্গল ঘেরা ভাঙাচোরা কাঠামোর মধ্যেই আটকে নির্মাণ। ফলে পরিচারিকার কাজ করে ভাড়া বাড়িতে থাকতে বাধ্য নানু চক্রবর্তী।
উপভোক্তা অভিযোগ করেন—“পৌরসভার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে ঘরের টাকা পেয়েছি, তাই ঘর তৈরি করে জমা দিতে হবে। না হলে টাকা ফেরত বা আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে টাকা পেয়েছি, তা তো ঠিকাদারকে দিয়েছি। এখন আমি কোথায় যাব?” স্থানীয় জনপ্রতিনিধিকেও বিষয়টি জানানোর পরও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁর।
বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, “পৌরসভার কোনও নিজস্ব ঠিকাদার নেই। আবাস যোজনার টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে যায়। কাজ করানোর সিদ্ধান্ত উপভোক্তার নিজের। কেউ অপরাধ করলেই তৃণমূলের নাম জড়ানো হচ্ছে—এর দায় দল নেবে না। তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে, ঘর সম্পূর্ণ না হলে টাকা ফেরত দিতে হবে"।
এই ঘটনায় তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও। তাদের অভিযোগ, উপভোক্তার অ্যাকাউন্টে টাকা এসেছে, কিন্তু তিনি তা জানতেনই না। কাউন্সিলরই নাকি তাঁকে খোঁজ নিতে বলেন। বিজেপির দাবি, কাউন্সিলরই ঠিকাদার নির্ধারণ করে দিয়েছেন এবং সামান্য কাজ করেই ঠিকাদার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, প্রত্যেক কাজেই চলছে কাটমানি। তাই এই ধরনের প্রতারণা বারবার ঘটছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/03/whatsapp-image-2025-12-03-2025-12-03-14-54-57.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us