New Update
/anm-bengali/media/media_files/2024/11/05/KkSEUqkP8t114Z9O7CcA.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষ পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন বাসযাত্রী। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় ক্ষীরপাই হাসপাতালে।
/anm-bengali/media/post_attachments/609b4f38-43e.png)
জানা যায়, গড়বেতা থেকে পাঁশকুড়াগামী যাত্রীবাহী বাসের সাথে পণ্য বোঝাই লরির সংঘর্ষ হয়। বাসযাত্রী নামানোর সময় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসটিকে একটি স্টোন চিপস বোঝাই লরি সজোরে বাসের পিছনে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন বাস যাত্রী।
/anm-bengali/media/post_attachments/855fb5bc-fec.png)
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ। লরির চালক সহ খালাসি পলাতক। এই ঘটনায় কিছুক্ষণ যান চলাচল ব্যহত হলেও, পুলিশ প্রশাসনের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, বাস ও লরিটিকে আটক করেছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us