হাইকোর্টের নির্দেশের পরেও খোলা দুর্গাপুর সরকারি কলেজর ইউনিয়ন রুম!

একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-07-04 at 215422

File Picture

নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন! খোলা রইল সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়। আদালতের নিয়ম কেউ তোয়াক্কা করছে না তৃণমূল কটাক্ষ বিজেপির। কোন নির্দেশ না আসায় খোলা আছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় দাবি ছাত্র পরিষদের সদস্যদের।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে চলা জনস্বার্থ মামলায় বিচারপতি উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন আপাতত কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখার। এই নির্দেশ যাওয়ার পর থেকেই রাজ্যের একাধিক কলেজের ইউনিয়ন অফিস তালা বন্ধ করা হয়েছে। কিন্তু দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়। সেই কার্যালয়েই লঙ্ঘন করতে দেখা গেল হাইকোর্টের নির্দেশ। 

সকাল থেকেই খোলা রয়েছে ছাত্র পরিষদের কার্যালয়। চলছে যাবতীয় কাজকর্ম। ছাত্র পরিষদের কার্যালয়ে থাকা তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য অতনু পোদ্দারের দাবি,"আমাদের কাছে এখনও কোনো নির্দেশ আসেনি সেই জন্য আমরা বন্ধ করিনি। প্রিন্সিপালও আমাদের কিছু জানায়নি। সেই জন্যই আমরা প্রতিদিনের মতো ছাত্র পরিষদের কার্যালয় খোলা রেখেছি"।

তবে এই বিষয়ে কটাক্ষ করেছে জেলা বিজেপি। বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, "তৃণমূল বিচার ব্যবস্থা কেউ মানে না। সেটাই তার প্রমাণ। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় খোলা রয়েছে। যা নিন্দনীয় ব্যাপার"।