BREAKING: NRC মানি না, SIR মানি না- বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা!

আর কি বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: কোচবিহারের সভা থেকে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি, এসআইআর নিয়ে করলেন কটাক্ষ।

মুখ্যমন্ত্রী বলেন, "সামনে এসআইআর পিছনে এনআরসি। এনআরসি মানি না, এসআইআর মানি না। এসআইআর করো, সময় নিয়ে করো। এত খিদে? দুমাসের মধ্যে মানুষের নাম বাদ দিতে হবে? ভোটের সময় উত্তেজনার নামে নাটক। এসব নাটক আমরা বরদাস্ত করি না। ভোট নেয় ওরা কিন্তু কাজ করি আমরা"। এছাড়া তার কাছে বিশেষ শর্ত সম্বলিত নথি এসেছে যেখানে দাবি তিন মাস অন্তর শ্রম দপ্তরের বাজেট দেখাতে হবে। তবে সেই শর্ত মানবে না রাজ্য, এই দাবি করে সমাবেশেই কাগজ ছিঁড়লেন মুখ্যমন্ত্রী। 

mamataang