BREAKING: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন! প্রতিটি বঙ্গবাসীর জন্য মুখ্যমন্ত্রী করলেন বিশাল ঘোষণা

জেনে নিন সেই ঘোষণা সম্পর্কে।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: অক্ষয় তৃতীয়ায় C। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই হবে মন্দিরের দ্বারোদঘাটন।

মুখ্যমন্ত্রী বলেন, "সকলের সহযোগিতা না পেলে এই মন্দির করা যেত না। বহু বছর ধরে যারা কাজ করছেন সবার কাছে কৃতজ্ঞ। শিল্পী ও স্থপতিদের অনেক অভিনন্দন। দীঘায় প্রতিদিন দারুমূর্তি পূজিত হবে। মন্দিরের শীর্ষে বিষ্ণুর অষ্টধাতুর চক্র। জগন্নাথ মন্দির দীঘায় ধর্মীয় তরঙ্গ তৈরি করবে। দীঘার জগন্নাথ মন্দিরের ছবি ও প্রসাদ বাংলার বাড়ি বাড়ি যাবে"। 

Mamata