/anm-bengali/media/media_files/iwXNguWTDm2jVUJmt1wY.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি দেখতে হুগলি, পশ্চিম মেদিনীপুরে দৌড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বন্যার পরিস্থিতি উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে রবিবার সেখানে দৌড়ে গেলেন তিনি। উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেওয়ার আগে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে এদিন ফের এক বার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন শিলিগুড়ি পৌঁছেই সাংবাদিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আজ আমি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। সবাইকে অনুরোধ করা হচ্ছে জরাজীর্ণ বাড়ি খালি করতে এবং বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে। বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়া ছয়টি দোকানকে এক লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের কম ক্ষতি হয়েছে তাদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। সমস্ত ডিএম, জেলা পরিষদ, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সতর্ক করে দেওয়া হয়েছে, সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখার জন্যে”।
#WATCH | Siliguri, Darjeeling: West Bengal Chief Minister Mamata Banerjee says, "Today I held an important meeting regarding the flood situation in Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Darjeeling, Kalimpong, South Dinajpur, North Dinajpur, Malda, Murshidabad... Everyone is… pic.twitter.com/VqoesWXTV0
— ANI (@ANI) September 29, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us