আজ সন্ধ্যায় দিঘার জগন্নাথ মন্দিরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যেই ওল্ড দিঘা পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-28 at 20.26.11

File Picture

নিজস্ব প্রতিনিধি, নিউ দিঘা: সোমবার দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে নিউ দিঘার হেলিপ্যাড ময়দানে নামেন মমতা। সেখান থেকে ১১৬বি জাতীয় সড়ক ধরে তিনি যান ওল্ড দিঘার অতিথি নিবাসে। তার আগে মন্দিরে যান তিনি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছবেন জগন্নাথ মন্দিরে এমনটাই খবর। বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। গোটা রাজ্যের নজর এখন এখানেই। ইতিমধ্যেই প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। মঙ্গলঘট নিয়ে মন্দির প্রদক্ষিণ করেছেন মহিলারা। জানা গিয়েছে, ২৫ এপ্রিল থেকে সকাল-সন্ধ্যা পুজোপাঠ হোমযজ্ঞ শুরু হয়েছে। টানা চলবে উদ্বোধন পর্যন্ত।

মঙ্গলবার হবে মহাযজ্ঞ। ২ কুইন্টাল ঘি এবং ১০০ কুন্টাল আম ও বেল কাঠ আনা হয়েছে। পুরী থেকে জগন্নাথের ৫৭ জন সেবক এবং ইস্কনের ১৭ জন সাধু থাকছেন। প্রতিদিন তিনবেলা ভোগ নিবেদন করা হচ্ছে। মঙ্গলে রাজভোগ, গজা, প্যারা, সন্দেশসহ একাধিক মিষ্টান্ন সহযোগে ৫৬ ভোগ নিবেদন করা হবে বলে জানিয়েছেন ইস্কনের সহ সভাপতি রাধারামন দাস।

WhatsApp Image 2025-04-27 at 9.39.42 PM