মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হতে পারে, বেশি দেরি নেই, সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোষ্ট ঘিরে এবার চাঞ্চল্য

মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা হতে পারে, বেশি দেরি নেই, সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোষ্ট দুর্গাপুরের অবসরপ্রাপ্ত রেল কর্মীর। কুণাল ঘোষ পাল্টা পোষ্ট করেন কে এই বাদল লস্কর? অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এই প্রেক্ষিতে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সুদীপ দেবনাথের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দুর্গাপুরের বাদল লস্কর। 

author-image
Aniket
New Update
x

File Picture

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা হতে পারে, বেশি দেরি নেই, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য, দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করলো বাদল লস্কর নামে এক ব্যাক্তিকে। রেলের অবসরপ্রাপ্ত কর্মী বাদল লস্কর, দুর্গাপুরের এ-জোনে থাকেন। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সুদীপ দেবনাথের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে বাদল লস্করকে। নিজের ফেসবুক পোস্টে রাজ্য তৃণমূলের মুখপত্র কুনাল ঘোষ পোষ্ট করেন কে এই বাদল লস্কর? খুঁজে বের করা হোক। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুরের থেকে গ্রেপ্তার করা হয় বাদল লস্করকে। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে। সেখানে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়েছে পুলিশ।

অভিযোগকারী আইনজীবী সুদীপ দেবনাথ এর অভিযোগ ওই ব্যক্তির উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাণহানির ঘটনার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় যেকোনো সময় মুখ্যমন্ত্রীর ওপর  হামলা করতে পারে। এই বিষয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, "মুখ্যমন্ত্রী কখন কি বলেন নিজেই জানেন না। সেই জন্যই বাংলার মানুষ কমেন্ট শুরু করেছে"। রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রী আক্রমণ হতে পারেন বলে কেউ মন্তব্য করতে পারেন, আমার এই রকম কোনো চিন্তা ভেতরেই আসে না। যারা এই ধরনের ব্যতিক্রমী আচরণ করবেন তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয় ব্যবস্থা নেবে"।

gh