/anm-bengali/media/media_files/1000069635.jpg)
নিজস্ব সংবাদদাতা : সোমবার পশ্চিম মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার শালবনি ব্লকের জেএসডাবলুতে তৈরি হওয়া নতুন পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন তিনি। একইদিনে গরবেতা ১ নম্বর ব্লকের গোয়ালতোড়ে সোলার প্ল্যান্টেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/media_files/2025/04/20/1000190901-323996.jpg)
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসনের তরফে জারি হয়েছে কড়া নিরাপত্তা। পুলিশ আধিকারিকেরা দিনরাত খাটছেন যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়। পাশাপাশি, দলীয় কর্মীরাও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পুরো এলাকা সাজিয়ে তুলেছেন দলীয় পতাকা ও পোস্টারে। এই প্রকল্পগুলিকে ঘিরে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, পাওয়ার ও সোলার প্ল্যান্ট চালু হলে বাড়বে কর্মসংস্থান, উন্নত হবে এলাকার আর্থসামাজিক অবস্থা।
/anm-bengali/media/media_files/2025/04/20/1000190900-514069.jpg)
অনেকে জানিয়েছেন, এমন প্রকল্প চালু হলে ভবিষ্যতে আরও শিল্প গড়ে উঠবে, যা আরও বেশি মানুষের জীবিকা নিশ্চিত করবে। শুধু পাওয়ার প্ল্যান্ট নয়, মুখ্যমন্ত্রীর সফরের সুবাদে শালবনির মতো ফাঁকা এলাকায় বড় শিল্প গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন এখানকার মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us