/anm-bengali/media/media_files/1000069635.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একদিকে প্রশাসনিক দায়িত্ব সামলানো, অন্যদিকে সাহিত্যচর্চা— দুই দিকেই সমান দক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতা, গান, বই— তাঁর কলম থামে না। এবার সেই শিল্পসৃষ্টিকেই অস্ত্র করলেন এনআরসি-র বিরুদ্ধে। ঝাড়গ্রামে দাঁড়িয়ে গানে-গানে এই ইস্যুতে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন তিনি।
আজ ঝাড়গ্রাম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ছি…ছি…ছি এনআরসি… এই গানটা আমি লিখছি"।
এর আগে তিনি ঘাটাল ও খানাকুল পরিদর্শন করেছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। আজ ঝাড়গ্রামে পৌঁছে পাঁচমাথা মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ একাধিক শীর্ষ তৃণমূল নেতা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/06/whatsapp-image-2025-08-06-2025-08-06-20-22-47.jpeg)
মিছিল শেষে পাঁচমাথা মোড়ে একটি পথসভায় বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমেই আক্রমণ করেন পূর্বতন বামফ্রন্ট সরকারকে। তারপরই বিজেপিকে নিশানা করে বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে এনআরসি ও সিএএ-র নামে, আর তৃণমূল মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের কাজ করছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা "NRC বিরোধী গান" রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সাংগঠনিক শক্তি ও প্রশাসনিক দক্ষতার পাশাপাশি, সাংস্কৃতিক প্রতিবাদ দিয়েও যে তিনি বার্তা দিতে পারেন, তা ফের একবার প্রমাণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us