New Update
/anm-bengali/media/media_files/2025/05/03/Em8w1d4CYleQgkAkvEP5.jpg)
নিজস্ব সংবাদদাতা : ছত্তিসগড়ের মাওবাদীপ্রবণ অবুঝমাড় এলাকায় বড়সড় সংঘর্ষের খবর মিলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত অন্তত ২০ জন মাওবাদী নিহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
অভিযান চলছে দান্তেওয়াড়া, নারায়ণপুর ও বীজাপুর জেলার সীমান্তবর্তী গভীর জঙ্গলে। নিহতদের মধ্যে মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা রয়েছেন বলেও প্রাথমিক তথ্য।
তবে এখনও পর্যন্ত ছত্তিসগড় পুলিশের তরফে এই সংঘর্ষের বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। সেনা অভিযান অব্যাহত রয়েছে বলেই জানা গিয়েছে নিরাপত্তা বাহিনী সূত্রে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তার কারণে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us