ছত্তিসগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনী-মাওবাদী গুলির লড়াই, নিহত অন্তত ২০ মাওবাদী

ছত্তিসগড়ের অবুঝমাড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে অন্তত ২০ জন নিহত। সেনা অভিযান এখনও চলছে, নিহতদের মধ্যে শীর্ষ মাওবাদী নেতাও থাকতে পারেন।

author-image
Debapriya Sarkar
New Update
terrorist launch pad

নিজস্ব সংবাদদাতা : ছত্তিসগড়ের মাওবাদীপ্রবণ অবুঝমাড় এলাকায় বড়সড় সংঘর্ষের খবর মিলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত অন্তত ২০ জন মাওবাদী নিহত হয়েছেন।

death

অভিযান চলছে দান্তেওয়াড়া, নারায়ণপুর ও বীজাপুর জেলার সীমান্তবর্তী গভীর জঙ্গলে। নিহতদের মধ্যে মাওবাদীদের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা রয়েছেন বলেও প্রাথমিক তথ্য।

তবে এখনও পর্যন্ত ছত্তিসগড় পুলিশের তরফে এই সংঘর্ষের বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। সেনা অভিযান অব্যাহত রয়েছে বলেই জানা গিয়েছে নিরাপত্তা বাহিনী সূত্রে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তার কারণে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।