ছট্‌ পুজোয় মাতল জঙ্গলমহল

কোথায় জমল ভিড়?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-28 at 3.56.23 PM (1)

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ধুমধামের সঙ্গে পালিত হল ছট্‌পুজো। জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ঝাড়গ্রামের পুকুর, নদী ও ঘাটগুলিতে এবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল এই প্রাচীন আচার। বহু বছর ধরে ঝাড়গ্রামে বসবাসকারী অবাঙালি সম্প্রদায়ের মানুষজন এই পুজোর প্রচলন বজায় রেখে আসছেন। তবে এখন আর শুধুমাত্র অবাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নয় এই পুজোতে বাঙালিরাও সমান উৎসাহে অংশ নিচ্ছেন প্রতি বছর।

এবার ঝাড়গ্রামের সাতপাটি কংসাবতী নদীর পাড়ে হাজারো মানুষের সমাগমে ছট্‌ পুজোর এক অনন্য দৃশ্য দেখা গেল। এই পুজোয় মূলত সূর্যদেবের আরাধনা করা হয়। সূর্যাস্তের সময় পুণ্যার্থীরা অস্তগামী সূর্যের উদ্দেশ্যে প্রার্থনা করেন আর পরদিন ভোরে সূর্যোদয়ের সময় পুনরায় আরাধনা করে পুজো সম্পূর্ণ করেন। ২ দিন ধরে চলে এই আচার-অনুষ্ঠান।

নদীতে স্নান করে, ফল ও প্রসাদ হাতে নিয়ে, নদীর জলে দাঁড়িয়ে মহিলারা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন। সূর্যের উপাসনায় ভক্তিভরে মেতে ওঠেন ভক্তরা। সাতপাটি নদীর ঘাটে স্থানীয় মানুষদের ভিড়ে উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

WhatsApp Image 2025-10-28 at 4.12.28 PM