মমতার ছবিতে কালি, অভিষেকের ছবি ফুটো! কোথায় ঘটল এই কাণ্ড?

রাজনৈতিক তরজা তুঙ্গে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-02 at 2.16.22 PM

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট সামনে আসার অপেক্ষা। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে কোমর বেঁধে। আর ঠিক সেই সময় একটি অপ্রীতিকট ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে। ঘটনাটি ঘটে হাবড়া দেশবন্ধু পার্ক এলাকায়। এসআইয়ের সহায়তা ক্যাম্পে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি, ছবি ফুটো করা এবং লেখা নিয়ে হাবড়া থানায় তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ যায় ওই এলাকায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘাসফুল শিবিরের তরফে অভিযোগের তীর বিজেপির দিকে। যদিও বিজেপি সেই দাবিকে নাকচ করে দিয়েছে। তাদের দাবি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

Screenshot 2025-12-02 134213