ডাম্পারের খালাসি এবং হলদিয়া বন্দরের ড্রাইভারদের সাথে বন্দরের কোম্পানির অফিসারের হাতাহাতি!

কি নিয়ে সংঘর্ষ?

author-image
Anusmita Bhattacharya
New Update
fight

নিজস্ব প্রতিনিধি, হলদিয়া: ওয়ার্কশপের গেট ঘিরে ডাম্পারগুলো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। কোম্পানির কর্তৃপক্ষ বেরিয়ে গেট থেকে সরে যেতে বলে। গেটের সামনে দাঁড়িয়ে থাকা ডাম্পারগুলি সরে যেতে নারাজ। সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক। সেখান থেকে শুরু হয় ডাম্পারের খালাসি এবং হলদিয়া বন্দরে ড্রাইভারদের সাথে কোম্পানির অফিসারের সরাসরি হাতাহাতি। এমনই ঘটনা ঘটল হলদিয়া বন্দরের টি এম এল কোম্পানির অফিসের সামনে। 

জাহাজে মালপত্র নিয়ে আসা নিয়ে যাবার এজেন্সি টিএমএল কোম্পানির হলদিয়া বন্দরে অফিস রয়েছে। অফিসের সামনে রাস্তা ঘিরে দাঁড়িয়ে ছিল ডাম্পারগুলি। কোম্পানির অভিযোগ, টিএমএল- এর একজন আধিকারিক গিয়ে বলে যে "আপনাদের তো এখন কোন রেক নেই গাড়িগুলো সরান"। ডাম্পার চালকরা পাল্টা জবাব দে "গাড়ি সরাব না বাপের রাস্তা নাকি?" এই বলতে বলতে টিএমএল এর অফিসারদেরকে মারধর করতে শুরু করে দেয় বলে অভিযোগ।