২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের মহাসমাবেশে মমতার বড় বার্তা! নজর গোটা রাজ্যের

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের মহাসমাবেশে প্রস্তুতি চন্দ্রকোনায়।

author-image
Tamalika Chakraborty
New Update
TMCP Chandrakona

নিজস্ব সংবাদদাতা:  আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বড় ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে নিজে উপস্থিত থেকে ছাত্র-যুবদের উদ্দেশ্যে আগামী দিনের দিকনির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে তৃণমূল শিবির।

tmcp

সমাবেশ সফল করতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন ব্লকে জোরদার প্রচার চলছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-২ ব্লক ও চন্দ্রকোণা কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে চন্দ্রকোণা বিদ্যাসাগর মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় দেওয়াল লিখন কর্মসূচি সম্পন্ন হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া, চন্দ্রকোণা পৌরসভার কাউন্সিলর অভিজিৎ রায়, ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভজিৎ সাঁতরা, চন্দ্রকোণা-২ ব্লকের সহ-সভাপতি গণেশ দোলুই, ছাত্রনেতা সেক আব্দুল কালাম, রাহুল খান এবং অন্যান্য স্থানীয় ছাত্রনেতারা।