চন্দ্রকোনা: জল কমতেই বেরিয়ে আসছে একের পর এক কঙ্কালসার চেহারা

জল কমতেই বেরিয়ে আসছে একের পর এক কঙ্কালসার চেহারা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-06-21 4.13.30 PM

নিজস্ব প্রতিনিধি: চন্দ্রকোনা থেকে বন্যার জল কমতে শুরু করতেই বেরিয়ে আসছে একের পর এক কঙ্কালসার চেহারা, গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক থেকে শুরু করে চাষবাসের বেহাল ছবি। এলাকা পরিদর্শন করছেন প্রশাসনের আধিকারিকেরা। নদীর জল কমলেও চন্দ্রকোনা এক ও দু'নম্বর ব্লকের বেশকিছু এলাকা এখনো জলমগ্ন, বিচ্ছিন্ন যোগাযোগ, নেই বিদ্যুৎ, এলাকাতে পানীয় জলের সমস্যাও দেখা দিয়েছে।

Screenshot 2025-06-21 4.12.50 PM

কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা। জল কমতেই চন্দ্রকোনার একাধিক প্লাবিত এলাকা থেকে কঙ্কালসার চেহারার ছবি উঠে আসছে। চন্দ্রকোনার পলাশচাবড়ী থেকে শ্রীনগর যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্যসড়ক জলমগ্ন ছিল, জল কমতেই সেই রাজ্যসড়কের কঙ্কাল সার চিত্র বেরিয়ে এল।