’২৬-এর নির্বাচনের আগে সর্বদলীয় বৈঠক হয়ে গেল সিইও দপ্তরে, দলে দলে বাঁধলো গোল

ভোটার যেন নিজের বাড়ির কাছেই ভোট দিতে পারেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-29 at 20.40.14

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দপ্তরে শুক্রবার নির্ধারিত সময় মেনেই বসেছিল সর্বদলীয় বৈঠক। মূলত ভোটার সমীক্ষা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও, বৈঠকের কেন্দ্রবিন্দুতে উঠে আসে বুথ বৃদ্ধির বিষয়। শাসক তৃণমূল থেকে বিরোধী কংগ্রেস-সিপিএম, বিজেপি—সব দলের প্রতিনিধি হাজির ছিলেন বৈঠকে।

তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায় ও সাংসদ পার্থ ভৌমিক। বৈঠক শেষে সাংবাদিকদের অরূপ বিশ্বাস বলেন, “আগে একটি বুথে ১,৫০০ জন ভোটার ভোট দিতেন। কমিশনের নতুন নিয়মে এবার প্রতি বুথে সর্বোচ্চ ১,২০০ ভোটার থাকবেন। বাড়তি ভোটারদের জন্য আলাদা বুথ তৈরি হবে। এতে আমাদের আপত্তি নেই। তবে দাবি একটাই—ভোটার যেন নিজের বাড়ির কাছেই ভোট দিতে পারেন। কোনওভাবেই ভোট কমানোর চেষ্টা করা চলবে না”। 

তবে বৈঠক একেবারে শান্তিপূর্ণ হয়নি। বৈঠক চলাকালীন বাইরে থেকে শোনা যায় বাকবিতণ্ডার আওয়াজ। রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, ভিতরে কি দলগুলির মধ্যে কথা কাটাকাটি হয়েছে? এ বিষয়ে অরূপ বিশ্বাস বলেন, “আমরা মানুষের কথা বলতে এসেছি। কিন্তু কেউ কেউ নিজেদের দলের স্বার্থে এসেছেন। আমাদের দাবি, কমিশন যেন অন্তত নিরপেক্ষ থাকে”।

অন্যদিকে, কংগ্রেস প্রতিনিধি দল এদিন গলায় ঝুলিয়ে ঢুকেছিলেন ‘নো SIR’ লেখা পোস্টার। বৈঠকে যদিও SIR নিয়ে কোনও আলোচনা হয়নি বলে দাবি করেছেন অরূপ। তবে বৈঠক শেষে ফের কংগ্রেস ও অন্যান্য বিরোধীরা স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় SIR কার্যকর হবে না।