New Update
/anm-bengali/media/media_files/wCavRP07bJd1m3YfCN9i.jpg)
নিজস্ব প্রতিনিধি, পিংলা : ভোট শেষ,কিন্তু স্কুলে রয়েছে সেন্ট্রাল ফোর্স,তাই বেশ কয়েকদিন ধরেই বন্ধ স্কুলের পঠন পাঠন,ক্ষোভ প্রকাশ অভিভাবকদের। নিরুপায় প্রধান শিক্ষক। অপেক্ষায় দিন গুনছে সবাই। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ব্লকের বড়িষা বিদ্যাসাগর বিদ্যাপীঠে স্কুলে রয়েছে সেন্ট্রাল ফোর্স।তাই গত কয়েকদিন ধরে বন্ধ স্কুল। অভিভাবক থেকে স্কুলের ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক সবাই চিন্তিত। কবে খুলবে স্কুল।পড়ুয়াদের পড়াশুনোর ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা হচ্ছে।মিড ডে মিলের কিচেন,স্নান করার জায়গা,ল্যাটিন সমস্ত কিছুই দখল করে রয়েছে বহিনী।ভোটের ফলাফল ঘোষণার পরেও তারা স্কুলে থাকায় বড় সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ।যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ। তবে অভিভাবকরা চাইছেন দ্রুত স্কুল খুলে পঠন পাঠন চালু করা হোক। এটাই দাবি জানিয়েছে অভিভাবকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us