/anm-bengali/media/media_files/2025/07/12/screenshot-2025-07-12-40-pm-2025-07-12-16-14-12.png)
নিজস্ব প্রতিনিধি: এবার রাসায়নিক কালোবাজারি রুখতে অভিযান চালালো সারেঙ্গা ব্লক কৃষি দফতর। সশরীরে উপস্থিত থেকে চাষীদের রাসায়নিক সারের বিক্রি পর্যবেক্ষণ করলেন সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা। খুশি সারেঙ্গা ব্লকের চাষিরাও। মাঝে মাঝেই অভিযোগ উঠছিল ন্যায্য মূল্যের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে রাসায়নিক সার। বর্তমানে ধান চারা রোপণ শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই বাজারে চাহিদা রয়েছে রাসায়নিক সারের। বাজারের চাহিদাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা যাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি না করতে পারে সেই ব্যাপারে সতর্ক সারেঙ্গা ব্লক কৃষি দপ্তর। এদিন সারেঙ্গা ব্লকের বিভিন্ন দোকানে উপস্থিত হন সারেঙ্গা ব্লক সহ কৃষি অধিকর্তা সজল প্রতি এবং কৃষি দপ্তরের অন্যান্য কর্মীরাও। তারা দোকানে থেকে রাসায়নিক সার বিক্রির পর্যবেক্ষণ করেন।
/anm-bengali/media/post_attachments/cc21610c-ecc.png)
পাশাপাশি চাষীদের বোঝানো হয় সরকারি মূল্যের চেয়ে বেশি দামে কোন দোকানে রাসায়নিক সার বিক্রি হলে সেই খবর যেন কৃষি দপ্তরে জানানো হয়। এরকম অভিযোগ পেলে কৃষি দপ্তরে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে। একই সাথে রাসায়নিক সারের সঠিক প্রয়োগ নিয়েও চাষিদের বোঝানো হয়। তবে কৃষি দফতরের দাবি, এটা রুটিন কর্মসূচী। কৃষি দফতরের পক্ষ থেকে সরকার অনুমোদিত রাসায়নিক সারের দোকানে এই রকম কর্মসূচী মাঝে মাঝেই হয়। চাষিরা যাতে সরকারি মূল্যে রাসায়নিক সার পান সে ব্যাপারে তারা সতর্ক রয়েছে। যদি কোন দোকান থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগ ওঠে তাহলে কৃষি দফরের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us