জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রাস্তায় নেমে সচেতনতার বার্তা ব্যবসায়ীদের

তাদের আরো দাবি কোভিডের সময় তারা ২৪ ঘন্টা মানুষকে পরিষেবা দিয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-11-24 at 8.58.33 AM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক জুড়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডেবরা জোনের পক্ষ থেকে মোড়ে মোড়ে আর বাজারে মাইকিং করে জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা করা হল। সারা রাজ্যব্যাপী এই প্রচার চলছে। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বছরের পর বছর ধরে রাজ্যের শহর, গ্রাম, সহ প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্য সুরক্ষার্থে ঔষধ পরিষেবা দিয়ে চলছে। বিপদে-আপদে মানুষের  অঞ্চলের পরিচিত ঔষধ এর দোকানদার সর্বাগ্রে পরিষেবা দিয়ে চলছে। তাই মাইকিং করে  জনগণকে সচেতন ও সজাগ থাকার অনুরোধ করা হচ্ছে। 

সম্প্রতি বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এবং  ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোলের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাল ওষুধ ধরা পড়েছে। তাই সাধারণ মানুষের কাছে আবেদন করা হচ্ছে এলাকার সরকারি লাইসেন্স প্রাপ্ত কেমিস্ট রিটেলার বন্ধু থেকে গুণগত মানের সঠিক ঔষধ সঠিক মূল্য ক্রয় করার জন্য। ঔষধের ওপর ডিসকাউন্ট খুঁজতে গিয়ে নিজের অমূল্য জীবনকে বিপদের মুখে ঠেলে দেবেন না, বার্তা তাদের। ছাড়ের মায়া ত্যাগ করুন ঔষধ কেনার সময় সজাগ থাকুন এই বার্তা দেওয়া হয় এইদিন। 

Screenshot 2025-11-24 180634