/anm-bengali/media/media_files/2025/07/30/whatsapp-image-2025-07-30-2025-07-30-16-59-54.jpeg)
নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: খড়গপুর হাওড়া জাতীয় সড়কে কোলাঘাটের বড়দাবাড় এলাকা থেকে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত কয়েকজন দুষ্কৃতী জোর করে গাড়িতে তুলে নিয়ে পাঁশকুড়ার দিকে পালানোর সময় ব্যবসায়ী চিৎকার করে। ফিল্মি কায়দায় চলন্ত গাড়িতে দুষ্কৃতীদের সঙ্গে রীতিমতো লড়াই করে সে। ব্যবসায়ী চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। পিছনে কোলাঘাট থানার পুলিশ ধাওয়া করে। ব্যবসায়ীর নাম কৃশানু সামন্ত, বাড়ি বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারিতে। আহত ঔই ব্যবসায়ীকে কোলাঘাট থানার পুলিশ উদ্ধার করে কোলাঘাটের পাইকপাড়ি হাসপাতালে ভর্তি করে। কোলাঘাট থানার পুলিশ কোলাঘাট থানার হলদিয়া মেছেদা রাজ্য সড়কের বুড়াড়িতে গাড়ি ও তার চালককে আটক করেছে। গাড়িতে থাকা মূল অপহরণকারীরা পালিয়ে গিয়েছে। কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারীর ওসি রাজকুমার কুন্ডু এই তথ্য দেন।
বর্ধমান জেলার দেবীপুর থানার মেমারি গ্রামের ইন্টেরিয়র ব্যবসায়ী কৃশানু সামন্ত ব্যবসার সূত্রে কিছু জিনিসপত্র কেনার জন্য সঙ্গে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় একদম ভর দুপুরে কোলাঘাট থানার জিয়াদা গ্রামে মুম্বাই রোডে কয়েকজন দুষ্কৃতী ব্যবসায়ী কৃশানু সামন্তের গাড়ি আটকে কৃশানু সামন্তকে গাড়ি থেকে জোর করে বের করে নিজেদের গাড়িতে তুলে পাঁশকুড়ার দিকে নিয়ে পালাতে থাকে।। সেই সময় গাড়িতে ব্যবসায়ী কৃশানু সামন্ত চিৎকার করতে থাকে। সেই চিৎকার শুনে মুম্বাই রোডে কর্মরত পুলিশের গাড়ি তাড়া করে। ফিল্মি কায়দায় ব্যবসায়ীর সঙ্গে অপহরণকারীদের চলন্ত গাড়িতে ধস্তাধস্তি শুরু হয়। সুযোগ বুঝে ব্যবসায়ী টাকার ব্যাগটি নিয়ে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। তার পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশের হাতে তুলে দেয়। আহত ও আতঙ্কিত ব্যবসায়ী কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/30/whatsapp-image-2025-07-30-2025-07-30-16-05-07.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us