/anm-bengali/media/media_files/2025/05/02/UJVzm3LTiEdYMSQn4lLj.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে মর্মান্তিক পরিণতি হল ব্যবসায়ীর। অজানা বাহনের ধাক্কায় প্রাণ গেল তার। ঘটনায় শোকের ছায়া এলাকায়। জানা যায় এমনই ঘটনা ঘটেছে দাসপুর থানার অন্তর্গত গৌরা এলাকায়।
জানা যায় ওই এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী নাম তাপস মন্ডল (৬৩)। গতকাল রাত ৯টা নাগাদ সোনামুই বাজারে নিজের কীটনাশক ওষুধের দোকানে যান। দোকান খোলার জন্য ঠিক ওই দোকানের অপরপ্রান্তে নিজের গোডাউনে কিছু মালপত্র আনতে গিয়ে এক অজানা বাহন তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। দেখেন রক্তাক্ত অবস্থায় রোডের মধ্যে লুটিয়ে পড়ে আছে তাপস বাবু। সাথে সাথে খবর দেওয়া হয় তার পরিবারে।
/anm-bengali/media/media_files/2025/05/02/0XJC5tEb4mJezBrbiCPW.jpeg)
পরিবারসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় কোলকাতায়। জানা যায় কলকাতায় আজ ভোররাতে তিনি মারা যান। এদিকে খবর পেয়েই এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায় তার পরিবারের একমাত্র অর্থ উপার্জনের জন্যে তিনিই ছিলেন ভরসা।
স্ত্রী অপর্ণা মন্ডল বলেন, “মেয়ে স্নেহা মানসিকভাবে ভারসাম্যহীন। দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছে সে এখনো পর্যন্ত জানে না। শুধু এটাই বলছে বাবা বাজারে গিয়েছে মাংস আনতে। এমন অবস্থায় তার পরিবারের বর্তমান অবস্থা কি হবে তা নিয়ে প্রতিবেশীরাও হতাশ হয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us