পিংলায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত একাধিক

পিংলায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
10096ed4-59ad-43b8-aa74-cbb083c2cab3

নিজস্ব প্রতিনিধি: শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মুন্ডুমারি এলাকায় বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ নিতহ হোলো দুই যুবক। ঘটনায় রিতীমতো শোরগোল পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসে পিংলা থানা ও পিংলা ট্রাফিক বিভাগের পুলিশ।তারপর পরিস্থিতি সামাল দেয়৷ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পিংলা থানার পুলিশ।নিহতদের নাম ঠিকানা জেনে পরিবারকে খবর দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।