কৃষ্ণনগরের বুড়িমার পুজো জমজমাট! রয়েছে পুলিশি তৎপরতাও

একপ্রকার বলা যেতেই পারে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে জমজমাট নদীয়ার শান্তিপুর সহ কৃষ্ণনগর শহরের আনাচে -কানাচে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-30 at 4.06.05 PM

নিজস্ব প্রতিনিধি, নদীয়া: লক্ষ লক্ষ ভক্তের সমাগম বুড়িমার পুজোকে কেন্দ্র করে। কয়েক কেজি সোনার অলংকারে সজ্জিত দেবী মূর্তি। ভক্তদের দেওয়া দানে অলংকারে সুসজ্জিত হয়ে ওঠেন দেবী। সংসারের মঙ্গল কামনা এবং বিভিন্ন চাওয়া-পাওয়া নিয়ে দেবীর শরণাপন্ন হন ভক্তবৃন্দরা। 

নদীয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী দেবী বুড়িমার নাম ছড়িয়ে রয়েছে জগৎ জুড়ে। দেবী অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত। প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসে লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা আর এই বছরও নজরকাড়া ভিড় ভক্তদের। ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো অর্পণ করার জন্য লম্বা লাইন পড়ে যায় ভক্তদের। জানা গেছে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পূজার সূচনা করেছিলেন। এরপর তা ছড়িয়ে পড়ে জগৎজুড়ে। চন্দননগরে আলোকসজ্জার খ্যাতি রয়েছে এই জগদ্ধাত্রী পুজোয়। কিন্তু সাবেকিয়ানার ছোঁয়া রয়েছে নদীয়াতে, কারণ নদীয়ার শান্তিপুর থেকেই শুরু হয়েছিল জগধাত্রী পুজোর সূচনা। চাষাপাড়া বারোয়ারির প্রায় ২৫৩ বছরের এই পুজোর ঐতিহ্য এখনও নজির বিহীনভাবে জারি আছে। যত দিন যাচ্ছে ততই যেন আরো খ্যাতি ছড়িয়ে পড়ছে গোটা দেশজুড়ে। আগামীকাল বুড়িমার শোভাযাত্রা আর এখন থেকেই রয়েছে প্রশাসনিক তৎপরতা। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে নো এন্ট্রি আর প্রত্যেকটি পুজো মন্ডপে রয়েছে পুলিশি প্রহরা। 
Buri Maa Krishnanagar Jagadhatri Pujo - YouTube