গেদে চেকপোস্ট দিয়ে ৩১ বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে হস্তান্তর করল বিএসএফ

কি কারণে প্রবেশ করেছিল তারা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-27 at 2.31.03 PM

নিজস্ব সংবাদদাতা, গেদে: ভারতে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন সময়ে আটক বাংলাদেশী নাগরিকদের ফ্ল্যাগ মিটিং- এর মাধ্যমে গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট  ৩১ জন নারী-পুরুষ শিশুকে ফেরত দিল বিএসএফ।

বিজিবি ও বিএসএফ যৌথ ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডারকে প্রতিপক্ষ ৩২/বিএসএফ ব্যাটালিয়ন এর অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেন যে ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটককৃত ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা, ২ জন রূপান্তরকামী এবং ৩ জন শিশু মোট ৩১ জন বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করে দিলেন।

বিএসএফ তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি এইসব বাংলাদেশীদের পরিচয় সনাক্ত করে গেদে বিএসএফের আধিকারিকদের উপস্থিতিতে ও দর্শনা আইসিপির সীমান্তে ফ্ল্যাগ মিটিং দ্বারা বিএসএফের কাছ থেকে গ্রহণ করে। হস্তান্তর বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোঃ আবুল হাসান।  বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিব শংকর সিং। 

৩১ নারী-পুরুষ ও শিশুদের বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী,  শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ,  খুলনা, যশোর, নড়াইল,  সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা এলাকায়।

ফিরে যাওয়া ব্যক্তিরা জানায় যে তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে আসে। মুম্বই শহরে কাজ করে জীবন-জীবিকা চালাত তারা। সম্প্রতি অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এরপর কারাগার থেকে আজ পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে নিজেদের দেশে তাদের ফেরত পাঠিয়েছে।

Bsf