New Update
/anm-bengali/media/media_files/lk9xBp7AJk14gvxihpMG.jpg)
FILE PIC
নিজস্ব সংবাদদাতাঃ ভরসন্ধ্যায় চলল গুলি। এক ইটভাটার মালিককে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। কেতুগ্রামের রাজরে ওই ইটভাটার মালিককে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। নিহতের নাম বটু মির্জা (৫৫)। ইটভাটার মধ্যেই তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর রক্তাক্ত বটুর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাশের জেলা বীরভূমের সিয়ান হাসপাতালে। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us