/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের নওদায় সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। সামান্য রাস্তা নিয়ে বিবাদের জেরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করল তৃণমূলেরই অন্য গোষ্ঠীর সদস্যরা। জানা যাচ্ছে, বিবাদের সূত্রপাত হয় রাস্তার জন্য জমি নিয়ে। তার জেরেই পিটিয়ে খুন করা হয়েছে। অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা এই খুনের সঙ্গে যুক্ত রয়েছে। তবে খুনের ঘটনায় অনুগামী যোগের অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি। এছাড়াও এই ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।