ব্রেকিংঃ জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্নাস্থলে হাজির মুখ্যমন্ত্রী।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
breaknews

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আরজি করের ঘটনার বিচারের দাবীতে আজ পঞ্চম দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছে জুনিয়র ডাক্তাররা। এই আবহে আজ সল্টলেকের স্বাস্থ্যভবনের সামনে ধর্নামঞ্চে এসে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আন্দোলনের ৩৫তম দিনে ডাক্তারদের সামনে এলেন তিনি। 

সূত্র মারফত জানা যাচ্ছে যে, মুখ্যমন্ত্রী এসে পৌঁছতেই জুনিয়র ডাক্তাররা ' উই ওয়ান্ট জাস্টিস ' স্লোগান তোলে। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদেরকে উদ্যেশ্য করে বলেন, '' আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। কাল সারা রাত আমিও ঘুমোতে পারিনি। আপনারা যখন এই ঝড় জলের রাতে রাস্তায় থাকেন, আমিও তখন জেগে থাকি আপনাদের পাহারায়। '' 

তিনি আরও বলেন যে, '' আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আপনাদের ডিম্যান্ডগুলি নিয়ে আমরা ভাবব। আমি সিবিআইকে অনুরোধ করব আগামী ৩ মাসের মধ্যে যেন দোষীদের ফাঁসি হয়। আমার কাছে দুর্নীতির কোনও টেন্ডার রিপোর্ট আসেনি। আমি আপনাদের সাথে কোনও অবিচার হতে দেব না। কোনও ডাক্তারের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে চাইনা। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে। আমি চাইনা আপনাদের কোনও ক্ষতি হোক। ''

এছাড়াও, তিনি জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেন। তিনি বলেন যে, '' জুনিয়র ডাক্তারদের জন্য আমি সমব্যথী। আমি আপনাদের পাশে আছি। '' তিনি আরও বলেন,'' সব মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি আমি আজকে ভেঙে দিলাম। এমনকি আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতিও ভেঙে দিলাম। ''

সব শেষে তিনি বলেন, '' আজকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আপনাদের পাশে আমি আজ আপনাদের দিদি হিসেবে এসেছি। ''