নিউজ ডেস্কঃ জমি বিবাদকে কেন্দ্র করে কাকার মাথা ফাটালো ভাইপো। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পন্ডত এলাকার। পন্ডতের বাসিন্দা কালিপদ মুর্মুর অভিযোগ জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে ভাইপোর সঙ্গে বচসা শুরু হয়। তারপর কাঠের চেলা দিয়ে তার মাথার ওপর আঘাত করে ভাইপো। তিনি হাসপাতলে চিকিৎসা করার পর ডেবরা থানায় অভিযোগ দায়ের করেন। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)