New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার গ্রেফতার করা হল দিনহাটার বিজেপির নেতা তরণীকান্ত বর্মনকে। তিনি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীও। তিনি জেলা পরিষদের টিকিটে বিজেপির হয়ে লড়ছেন। সালমারা থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা তরণীকান্ত বর্মনকে। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরোনো একটি মামলায় কোর্টের পরোয়ানা থাকায় বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তরণীকান্ত বর্মন। আর তারপরেই বিজেপি প্রার্থীর গ্রেফতারকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে তরজা শুরু হয়েছে। হারের ভয়ে চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us