New Update
/anm-bengali/media/media_files/gFdKwopCNxWJ1WKdg7ZI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর জি কর ইস্যুতে পথে নেমে এবার প্রতিবাদ জানালেন ব্রাহ্মণরা। পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট-এর তরফে বিশ্ববাংলা পার্ক থেকে নিউ দিঘা পর্যন্ত এই নিয়ে শোভাযাত্রা করা হয়।
/anm-bengali/media/media_files/J70F9BaEns65JQ5Kk6fE.jpg)
শনিবার হাতে কুমন্ডলী এবং ঘণ্টা বাজাতে বাজাতে পথে হাঁটেন ব্রাহ্মণরা। এরপর নিউ দিঘার আদি জগন্নাথ মন্দিরে প্রায় সহস্রাধিক পুরোহিতের উপস্থিতিতে সমুদ্র সৈকতে নির্যাতিতা ডাক্তারের শান্তি কামনায় সমুদ্রবক্ষে আরতি করেন তাঁরা।
/anm-bengali/media/media_files/rppec9bjkuOvFh10vPNY.jpg)
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট রাজ্য কমিটির সভাপতি শ্রী কিশোরীচরণ মিশ্র, রাজ্য কমিটির সম্পাদক শ্রী তপন কুমার মিশ্র সহ একাধিক ধর্মাবলম্বী ব্যক্তিত্বগণ।
/anm-bengali/media/media_files/gpzrDx7IY1CSNZylWZLG.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us