আর জি কর কাণ্ড, এবার হাতে কুমন্ডলী, ঘন্টা বাজিয়ে দীঘাতে প্রতিবাদ ব্রাহ্মণদের

আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার সরব হলেন দিঘার ব্রাহ্মণরা। তাঁরা হাতে কুমণ্ডলী নিয়ে ঘণ্টা বাজিয়ে প্রতিবাদ শুরু করেছেন।

author-image
Probha Rani Das
New Update
covgter

নিজস্ব সংবাদদাতাঃ আর জি কর ইস্যুতে পথে নেমে এবার প্রতিবাদ জানালেন ব্রাহ্মণরা। পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট-এর তরফে বিশ্ববাংলা পার্ক থেকে নিউ দিঘা পর্যন্ত এই নিয়ে শোভাযাত্রা করা হয়।

vcbxvx11

শনিবার হাতে কুমন্ডলী এবং ঘণ্টা বাজাতে বাজাতে পথে হাঁটেন ব্রাহ্মণরা। এরপর নিউ দিঘার আদি জগন্নাথ মন্দিরে প্রায় সহস্রাধিক পুরোহিতের উপস্থিতিতে সমুদ্র সৈকতে নির্যাতিতা ডাক্তারের শান্তি কামনায় সমুদ্রবক্ষে আরতি করেন তাঁরা।

vcbxvx12

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট রাজ্য কমিটির সভাপতি শ্রী কিশোরীচরণ মিশ্র, রাজ্য কমিটির সম্পাদক শ্রী তপন কুমার মিশ্র সহ একাধিক ধর্মাবলম্বী ব্যক্তিত্বগণ। 

vcbxvx13