/anm-bengali/media/media_files/2025/10/29/whatsapp-image-2025-10-29-2025-10-29-13-56-17.jpeg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ছেলেকে সঙ্গে নিয়ে হাও়ড়া থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন মহিলা ৷ রানী শিরোমনি নামের সেই ট্রেন মেদিনীপুর স্টেশনে প্রবেশের আগে মহিলা শৌচালয়ে যান ৷ ট্রেন তখন মেদিনীপুরের কাঁসাই রেল ব্রীজ পার হচ্ছিল ৷ সন্ধা ৭.৩০টা নাগাদ মা বাথরুমে যেতেই প্রত্যক্ষদর্শী যাত্রীরা দেখলেন সিটে থাকা যুবক হঠাৎ ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয় ৷ ব্রীজের ওপর দিয়ে পার হওয়া ট্রেনের দরজা থেকে ঝাঁপ দিতেই সোজা নদীতে গিয়ে পড়ে যুবক ৷ তার মা শৌচালয় থেকে বেরোতেই অন্য যাত্রীরা তাকে বলেন বিষয়টা ৷ ট্রেন মেদিনীপুর স্টেশনে প্রবেশ করতেই ছুটে গিয়ে জিআরপি ও আরপিএফকে বিষয়টা কাঁদতে কাঁদতে বলেন মহিলা ৷ শুরু হয় রেলের তৎপরতা ৷ কিন্তু বৃষ্টি ও রাতের অন্ধকারের কারণে পুলিশ বা আরপিএফ কোনো সুরাহা করতে পারেনি ৷ তবে বুধবার সকাল থেকে খোঁজ শুরু হয় পুনরায় ৷ তারপর সকাল ৯টা নাগাদ যুবকের দেহ ভাসতে দেখা যায় নদীতে। কান্নায় ভেঙে পড়ে পরিবার ৷
জানা গিয়েছে, সোহম পাত্র নামক ওই যুবকের বাড়ি বাঁকুড়াতে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বি টেক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল সে ৷ সম্প্রতি কোনো কিছু নিয়ে মানসিক সমস্যা দেখা দিয়েছিল তার ৷ বাবা- মা ব্যাবস্থাও নিয়েছিলেন ৷ ছেলেকে তাই কলকাতা থেকে বাড়িতে ফেরত আনতে গিয়েছিলেন মা ৷ কিন্তু ফেরার পথে মায়ের সামান্য অনুপস্থিতিতেই ঘটে গেল বড় দুর্ঘটনা ৷
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/qx1Ew5zP7ESSqQP67G34.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us