কলকাতার থিমের পুজোয় দাসপুরের বড়ি শিল্প

কলকাতার থিমের পুজোর মাঝেই জায়গা পেল দাসপুরের বড়ি শিল্প।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-08-31 at 6.16.42 PM

SSS

নিজস্ব সংবাদদাতা - সামনেই আসছে দুর্গাপুজো। চারিদিকেই থিমের রমরমা কারবার। আর সেই থিমের পুজোর মাঝেই এবার জায়গা করে নিল বড়ি শিল্প। উত্তর কলকাতার রামমোহন সম্মেলনী, দুর্গাপুজোর ৮১তম বর্ষে সাবেকিয়ানার ছোঁয়া হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুরের বড়ি শিল্পকে অলংকারের রূপে সজ্জিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে বড়ি শিল্প একটি প্রাচীনতম শিল্প। আর সেই প্রাচীন শিল্পকেই বাঁচিয়ে রাখতে কলকাতার পুজো কমিটির এহেন অভিনব উদ্যোগ। কলকাতার রামমোহন সম্মেলনী দুর্গা পুজো কমিটির চেয়ারম্যান কুনাল ঘোষ এ দিন দাসপুরের রানীচক গ্রামে এসে মহিলাদের হাতে তৈরি বড়ি শিল্পকে তাদের পুজোর প্রতিমার গহনা হিসেবে এই থিম উদ্বোধন করলেন। কলকাতা থেকে নয় একেবারে দাসপুরের রানিচক গ্রামে বড়ি শিল্পীদের নিয়েই উদ্বোধন করলেন। 

kunal ghosh sad

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা নিয়ে বলেন,''কোথাও কোথাও কিছু অনিয়ম হয়েছে বলেই তো কিছু লোক এখনও জেলে রয়েছেন। বাম আমলে কি আমরা দেখিনি চিরকুট দিয়ে চাকরি। অন্যান্য রাজ্যেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে। এই ধরনের দুর্নীতি যখন হচ্ছে তখন তো শুভেন্দু তৃণমূল কংগ্রেসে ছিল, এখন বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছেন। সিপিএম কি ধোয়া তুলসী পাতা নাকি ? ক্যাডারদের চাকরি দেননি তারা।'' পাশাপাশি তিনি আরো বলেন,''পুরো বিষয়টি প্রশাসনিক এবং আইনের বিষয় তাই এই তালিকা নিয়ে আমি কিছু বলবো না।'' এর পাশাপাশি জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেন কুনাল ঘোষ। তিনি বলেন,''একশ দিনের কাজে বাংলা এক নম্বর ছিল, হঠাৎ করে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। যখনই দেখে বাংলা কোনও প্রকল্পে এগিয়ে যাচ্ছে, তখনই সেই প্রকল্পকে কেন্দ্রীয় সরকার বন্ধ করে বাংলার বদনাম করার চেষ্টা করেন।''