New Update
/anm-bengali/media/media_files/2025/09/13/whatsapp-image-2025-09-13-at-20025-2025-09-13-22-07-15.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুজোর আগে বোনাস নিয়ে টালবাহানা করছিল কাঁকসার বাঁশকোপার বেসরকারি ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। ১৭.৭০% বোনাসের জায়গায় ৮.৩৩% বোনাস দেওয়ার কথা জানানো হয়েছিল। তারপরেই ক্ষোভে ফুঁসছিল শ্রমিকরা। পাশে দাঁড়িয়েছিল তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি।
শুক্রবার সেই নিয়ে অস্থায়ী শ্রমিকরা দুর্গাপুরের উপশ্রম দপ্তর ঘেরাও করে। বেশ কিছুক্ষণ হট্টগোল চলে। তারপরেই শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে দুর্গাপুরের শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক হয়। কোর কমিটির সদস্যরা পরিষ্কার জানান সরকারের নির্ধারিত বোনাসই শ্রমিকদের দিতে হবে।
/anm-bengali/media/post_attachments/58f572d4-f67.png)
দীর্ঘ সময় পর কারখানা কর্তৃপক্ষ কোর কমিটির চাপে সেই দাবি মেনে নেন। এবং ১৭.০৩% বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেন। কোর কমিটির ভূমিকায় খুশি অস্থায়ী শ্রমিকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us